আপনি আমাদের থেকে যেভাবে এসএমএস ক্রয় করেন ঠিক একই ভাবে আপনার ইউজাররা এসএমএস ক্রয় করতে পারবে indirectly আমাদের থেকে এক্ষেত্রে আপনি মধ্যস্থতা করবেন এবং নিজের রেটে তাদের এসএমএস দিবেন, তারা জানবে তারা আপনার থেকে এসএমএস ক্রয় করেছে । আপনি প্রতিটা ইউজারকে আলাদা আলাদা এসএমএসএর price সেট করে দিতে পারবেন । তারা আপনার মতনই সব কিছু করতে পারবে শুধু সাব ইউজার তৈরী করতে পারবে না।
এসএমএস রিসেলার সিস্টেম:
> নিজের ইচ্ছেমত এসএমএস এর মূল্য বসানো যাবে ।
> গ্রিনওয়েবের এসএমএস এর যত সুবিধা আছে, আপনার নিজের ইউজারকেও সব সুবিধা এতে দিতে পারবেন । যেমন ইনবক্স এসএমএস, API ইত্যাদি ।
> White Label অর্থাৎ নাম ঠিকানা বিহীন কন্ট্রোল প্যানেল যেটা দেখে আপনার ইউজার রা বুঝতেও পারবে না তারা আপনার থেকে ক্রয় না করে অন্য কোথাও থেকে ক্রয় করেছে কিনা !
> White Label Wordpress Plugin, সুতরাং চাইলেই আপনার ইউজাররা ওয়ার্ডপ্রেস সাইটে এই প্লাগইন ব্যবহার করে এসএমএস পাঠাতে পারবে । প্লাগইন দেখে বোঝার উপায় নেই এটি গ্রিনওয়েব থেকে ক্রয় করা ।
> আপনার ইউজাররা চাইলে API ব্যবহার করতে পারবে ।
ইউজারের এসএমএস এর মেয়াদ হবে আপনার মেইন অ্যাকাউন্টের মেয়াদের সমান ।
নোট:
১. মাস্কিং/ব্রান্ডিং/সেন্ডার আইডি বদল করা যাবে না ।
Terms & Conditions:
> আপনার ইউজার সার্ভিস Abuse করলে কিংবা চেস্টা করলে প্রয়েজনে আপনার মূল অ্যাকাউন্ট আমরা বন্ধ করে দিতে পারি ।
> গ্রিনওয়েব বাংলাদেশ, যেকোনো সময় মূল্য কিংবা যেকোনো ধরনের পরিবর্তন কিংবা সিদ্ধান্ত গ্রহন করতে পারে, এক্ষেত্রে গ্রিনওয়েবের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে ।