Brand SMS কিনতে চাই ক্রয় করা অথবা নিজের নাম্বার সেন্ডার হিসাবে ব্যবহার করা যাবে কি?
যাবে না।
এসএমএস কি ধরনের নাম্বার থেকে প্রেরন হবে ?
উ: নরমাল প্লানে বাংলাদেশী অপারেটর নাম্বার যেমন রবি, বাংলালিক, জিপি কিংবা আইপি নাম্বার অথবা র্যান্ডম ডিজিট থেকে প্রেরন হবে ফিক্সড প্লানে একটি নাম্বার থেকে যাবে ।
ফিক্সড প্ল্যানে নাম্বার কি আমরা নিজেদের মত সেট করতে পারবো?
উ: না, এক্ষেত্রে নাম্বার আমরা সেট করবো ।
Expire Date এর পূর্বে রিচার্জ করলে পূর্বের ব্যালেন্স যুক্ত হবে?
উ: জ্বি, পূর্বের ব্যালেন্স যুক্ত হবে ।
৩০ দিনের বেশী মেয়াদি কোনো প্লান কি আছে ?
উ: বর্তমানে নেই, তবে যারা নিয়মিত ব্যবহার করবেন তাদের জন্য মেয়াদ তেমন সমস্যা করবে না । কারন, ধরুন আপনার বছরে ৫০০০ এসএমএস দরকার হয়, অর্থাৎ প্রতি মাসে ৫০০০/১২=৪১৬ টি এসএমএস, আপনি চাইলে যেকোনো সময় অনলাইনের মাধ্যমে ৪১৬ টি এসএমএস কিনতে পারবেন । ৪১৬ টি এসএমএস ক্রয়ের পর ব্যালেন্স লো এবং মেয়াদ শেষ হবার পূর্বে আপনার মোবাইলে নোটিফিকেশন যাবে তখন রিচার্জ করে ফেলতে পারবেন । এই মাসিক এসএমএস ক্রয় পদ্ধতির জন্য আপনি যে সুবিধা পাবেন: > এককালীন অনেক এসএমএস ক্রয় করতে হচ্ছে না তাই এককালীন অনেক টাকাও ইনভেস্ট করতে হচ্ছে না > অনেকে ধারনার উপর ভিত্তি করে অনেক এসএমএস কিনে রাখেন যা পরবর্তিতে কাজে লাগে না এবং বছরের পর বছর অ্যাকাউন্টে পরে থাকে । কিন্তু মাসিক এবং এসএমএস ক্রয়ের মিনিমাম লিমিট খুবই কম হবার কারনে আপনি প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় অল্প অল্প করে এসএমএস ক্রয় করতে পারছেন । ফলে অপচয় রোধ হচ্ছে একই সাথে যদি সার্ভিস পছন্দ না হলে সহজেই অন্য প্রতিষ্ঠানে চলে যেতে পারছেন ।
SMS এর জন্য অ্যাকাউন্ট তৈরী কিভাবে করতে হবে ?
প্রথমে www.bdbulksms.net সাইটে প্রবেশ করে উপরে মেনু থেকে রেজিস্টার বাটনে ক্লিক করুন, এরপর টার্মস এন্ড কন্ডিশন ভালোভাবে পড়ুন । সব কিছুু সঠিক থাকলে তবে I agree বাটনে ক্লিক করে যথাযথ ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট তেরি করুন ।
SMS এর ডোমো/টেস্ট কিভাবে করবো?
এসএমএস অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ২ টাকা ব্যালেন্স পাবেন এটি দিয়ে ১০ টি (নরমাল প্লান) এসএমএস প্রেরন করা যাবে ।
SMS কিভাবে কিনতে হবে ?
উ: কন্ট্রোল প্যানেলে লগিন করার পর অর্ডার এসএমএস অপশনে গেলে বিস্তারিত জানতে পারবেন । বিকাশ এবং রকেটে টাকা পরিশোধ করা যাবে, SMS সাধারনত ইনস্ট্যান্টলি অ্যাকটিভ হয় তবে ৬০ মিনিট সময় কিছু কিছু ক্ষেত্রে লাগতে পারে । কাস্টোমার সার্পোটে অর্ডার করার পর দ্রুত অ্যাকটিভেশনের জন্য ৬০ মিনিট অতিবাহিত হবার পূর্বে যোগাযোগ করা যাবে না ।
SMS এর শেষে "Sent By: নাম্বার" প্রদশন করে কেন?
উ: আপনি ফ্রি এসএমএস টেস্ট হিসাবে ব্যবহার করছেন এ কারনে এই লেখা আসছে যা এসএমএস ক্রয়ের পর আর থাকবে না ।
Wordpress প্লাগিন কি নতুন WooCommerce এ কাজ করবে?
উ: জ্বি কাজ করবে, তবে ফ্রি ক্রেডিট ব্যবহার করে টেস্ট এসএমএস পাঠিয়ে নিশ্চিত হয়ে নিবেন অর্ডারের পূর্বে ।
রিসেলার হতে চাই কিভাবে হওয়া যাবে? রিসেলারে এসএমএস দাম কেমন হবে?
উ: দাম একই হবে, তবে আপনি White labeled Control Panel পাবেন সাথে নিজের পছন্দ মত রেটে বিক্রি করতে পারবেন, রিসেলার হবার জন্য https://bdbulksms.net/bd-sms-reseller.php পেজটি ভালোভাবে পড়ুন এবং যেভাবে আবেদন করতে বলা হয়েছে সেভাবে আবেদন করুন ।